সাবেক এমপি শিমুলের বাসায় আগুন

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১২:০৩ পিএম

সাবেক এমপি শিমুলের বাসায় আগুন

ছবি: সংগৃহীত

নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে শিক্ষার্থীরা নাটোর শহরের কান্দিভিটা এলাকায় অবস্থিত শিমুলের বাসভবনে প্রবেশ করেন। এ সময়

প্রত্যক্ষদর্শীরা জানান, শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে দ্বিতীয় দফা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন ছাত্র-জনতা । শিক্ষার্থীরা বাসভবনে পড়ে থাকা ভস্মিভূত গাড়ি ও অবশিষ্ট কিছু অংশ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন; একইসঙ্গে শিক্ষার্থীরা ভবন প্রাঙ্গণে গান বাজিয়ে আওয়ামীবিরোধী নানা শ্লোগান দিতে থাকেন। রাত ১টার দিকে মিছিল সহ তারা সাবেক এমপি শিমুলের বাসভবন ত্যাগ করে। তবে এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে সেখানে দেখা যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!