পটুয়াখালীর ৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১২:৫৮ পিএম

পটুয়াখালীর ৪ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৪টি আসনে জামায়াতে ইসলামী তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ৫ জানুয়ারি পটুয়াখালী ইসলামী ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত এক সভায় দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

প্রার্থীরা হলেন: পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি): অ্যাডভোকেট নাজমুল আহসান, পটুয়াখালী-২ (বাউফল): ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা): অধ্যাপক শাহ আলম, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী): মাওলানা আব্দুল কাওয়ুম, সভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এবং জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান সভাপতিত্ব করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!