সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০২:৫২ পিএম

সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর পর এবার সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে হামলা ও আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকার চার তলা ওই বাড়িটিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে বাড়ির কেয়ারটেকার জসিম উদ্দিন।

তিনি বলেন, বেলা ১২দিকে এক দল লোক এসে বাড়ির সামনে জড়ো হন। এরপর তারা বাড়িতে হামলা ও ভাঙচুর চালান। পরে তারা অগ্নিসংযোগ করে ঘটনাস্থল থেকে চলে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!