পুঠিয়ার সাবেক ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান গ্রেপ্তার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৩:২৩ পিএম

পুঠিয়ার সাবেক ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী জেলা ডিবির ওসি আরিফের নেতৃত্বে উপ-পরিদর্শক মেহেদী হাসান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিলমাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

জানা গেছে, সম্প্রতি আওয়ামী লীগ ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত একটি লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে, যেখানে ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ও অসাংবিধানিক বলা হয়।

এই কর্মসূচির দ্বিতীয় দিনে মৌসুমী রহমান উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে দু’টি পরিবারের মাঝে লিফলেট বিতরণ করেন এবং সেই মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পরে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ওই ছবি প্রকাশ করা হয়।

এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরকারবিরোধী লিফলেট বিতরণের অভিযোগে পুলিশ মৌসুমীর বাড়িতে অভিযান চালায়, তবে সেসময় তাকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে, গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের পচামাড়িয়া বাজারে মৌসুমীর স্বামী ওহিদুর (৪৫) কে স্থানীয় জনতা আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।

বর্তমানে মৌসুমী রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরবি/জেডআর

Link copied!