ঢাকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল ভাঙচুর

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৪:০২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে ছাত্র জনতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণার পর সাতক্ষীরা শহরের তিনটি স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে প্রথম ম্যুরালটি ভাঙচুর করা হয়। এরপর জেলা পরিষদ কার্যালয়ের সামনে এবং সিটি কলেজ সংলগ্ন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে স্থাপিত আরও দুটি ম্যুরাল ভাঙচুর করা হয়।

[33252]

বিক্ষুব্ধ ছাত্ররা শহরের বিভিন্ন সড়কে মিছিল বের করে এবং "আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে", "মুজিববাদের কবর দে", "আওয়ামী লীগের কবর দে" ইত্যাদি স্লোগান দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন, মুখ্য সংগঠক আল সাহারিয়ার রুমন, রাহাত হোসেন ও ইব্রাহিম খলিল এই বিক্ষোভে নেতৃত্ব দেন বলে জানা গেছে।

ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো এ ঘটনায় কেউ আটক হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ।