পাঁচ বন্ধু মিলে মদপান, প্রাণ গেল তিন বন্ধুর

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৪:৩৬ পিএম

পাঁচ বন্ধু মিলে মদপান, প্রাণ গেল তিন বন্ধুর

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মদপানে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অসুস্থ আছে আরও একজন।

মদপানে মৃতরা হলেন, উপজেলার চর আলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের আব্দুর রশীদের ছেলে সুমন মিয়া (৩৫), একই ইউনিয়নের তামাদি পাড়া কিতাব আলীর ছেলে আব্দুল জলিল (৫৩) এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলার সদর উপজেলা সোহেলপুর গ্রামের মৃত সৈয়দ হোসেনের ছেলে নিজাম উদ্দিন (৫০।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা দুপুর পর্যন্ত গফরগাঁও উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুই জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শফিক উদ্দিন হাসপাতালে দু‍‍`জন এবং গফরগাঁও উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার মোফাজ্জল হোসেন একজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই শফিক উদ্দিন বলেন, মদপানে অসুস্থ দু‍‍`জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সন্দেহজনক মাসুদ মিয়া নামে একজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

উপ-সহকারী মেডিকেল অফিসার মোফাজ্জল হোসেন বলেন, রোগী বমি করছে বলে সুমন নামে একজনকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসে। একই সাথে সজিব (৩২) নামে আরও একজনকে নিয়ে আসে। সজিব এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর আগে একই দিন ভোর রাতে বমি করা অবস্থায় আব্দুল জলিল ও নিজাম উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসে। তাদের অবস্থা খারাপ হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শুনেছি সেখানেও দু‍‍`জন মারা গেছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, গতরাতে ব্রাহ্মনবাড়িয়ার নিজাম উদ্দিন ঢাকা থেকে এক লিটারের এক বোতল মদ নিয়ে জলিলের বাড়িতে আসে। সেখানে পাঁচ বন্ধু মিলে মদ পান করে। মদপানের পর চার জনই অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে সুমন মারা যায়। অপর দু‍‍`জন জলিল ও নিজামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, শুনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরবি/জেডআর

Link copied!