বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর উত্তর শাখা এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায়, নগরীর আসকার দিঘীর পাড় থেকে চকবাজার মোড় পর্যন্ত র্যালিটি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল বলেন, ‘১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ছয়জনের হাত ধরে প্রতিষ্ঠিত ছাত্রশিবির আজ লক্ষ লক্ষ ছাত্রের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে। ছাত্রশিবির নৈতিকতা সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে, ক্যাম্পাসে শিক্ষার সুন্দর পরিবেশ তৈরির জন্য প্রতিষ্ঠার শুরু থেকে কাজ করে যাচ্ছে। ২০২৪ সালের ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে-সকল আন্দোলনে ছাত্রশিবির প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সক্রিয় ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও দেশ ও জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।’
[33255]
তিনি আরও বলেন, ‘২০জন শহীদের রক্তে রাঙ্গা এই চট্টগ্রামসহ ছাত্রশিবির সারাদেশের ক্যাম্পাসগুলোতে মেধা ও সততার ভিত্তিতে একটি জাতি গঠনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চায়।’
এই লক্ষ্যে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি ৫ দফা দাবি পেশ করেন: ১. শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত ছাত্রসংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ২.ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। ৩. প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ হলগুলো খুলে দিয়ে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দিতে হবে।
৪. শিক্ষাপ্রতিষ্ঠানে বহিরাগত ও সন্ত্রাসীদের মহড়া বন্ধ করতে হবে। ৫. কুরআন-সুন্নাহর আলোকে শিক্ষা ব্যবস্থাকে সাজাতে হবে।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সেক্রেটারি মুমিনুল হক, সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।