ফটিকছড়িতে বালুবাহী ট্রলির ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৫:১৭ পিএম

ফটিকছড়িতে বালুবাহী ট্রলির ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় তানিয়া আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে৷

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর বারোটায় উপজেলার কাঞ্চননগর ইউপির শেনপাড়া হাফেজ সওদাগরের বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে৷

নিহত তানিয়া উপজেলার কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী। সে কাঞ্চন নগর ইউনিয়নের ১নং ওয়ার্ড ধুরুং ফিরানী গ্রামের জামালের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মা ও বোনসহ ব্যাটারিচালিত অটোরিকশা যোগে স্থানীয় আব্দুল মোনায়েম হসপিটালে যাবার পথে বালুবাহী বেপরোয়া গতির ট্রলি ধাক্কায় দেয়।

এতে সড়কে ছিটকে পড়ে এ দূর্ঘটনা ঘটে৷ পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তামান্না তাবাসসুম জেসি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফটিকছড়ি থানার এসআই মাজহারুল ইসলাম বলেন, বালুবাহী ট্রালির ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবি/জেডআর

Link copied!