ঢাকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫

গুঁড়িয়ে দেওয়া হল টাঙ্গাইল জেলা আ.লীগের কার্যালয়

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৬:৩০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ৪টার দিকে  শহরের মেইনরোডে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়। এতে ওই সড়‌কে যানচলাচল বন্ধ হ‌য়ে যায়। কার্যালয়  গু‌ড়ি‌য়ে দেয়ার পর বৈষম‌্যবি‌রোধী আন্দোলনকারীরা একু‌শে পদকপ্রাপ্ত ও জেলা আওয়ামী লীগের সভাপ‌তি ফজলুর রহমান খান ফারু‌কের বাসার দি‌কে যায়। 

[33276]

বৈষম‌্যবি‌রোধ‌ী ছাত্র জনতার উদ্যো‌গে আওয়ামী লী‌গের দলীয় কার্যালয়‌টি ভাঙা হয়। এতে নেতৃত্ব দেন ছাত্র জনতার মারিয়াম মোকাদ্দাস মি‌ষ্টি। এসময় সেখা‌নে বি‌ভিন্ন স্লোগান দি‌তে থা‌কে তারা। 

এসময় বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক  উপ‌স্থিত ছিলেন।

এরআগে মারিয়াম মোকাদ্দাস মি‌ষ্টি তার ফেসবুক আইডি‌তে আওয়ামী লীগ কার্যালয় ভাঙার ঘোষণা দেয়। প‌রে নির্ধা‌রিত সম‌য়ে এক‌টি ভেকু দি‌য়ে দলীয় কার্যালয়‌টি ভ‌াঙা হয়।