নরসিংদীতে বিএসটিআই’র বাধ্যতামূলক মান সনদ ছাড়া ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করার অপরাধে শিংসুন ব্যাটারি ইন্ডাস্ট্রি লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নরসিংদী সদর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিউর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানটি লাইসেন্স ছাড়া "লিড এসিড ট্রাকশন ব্যাটারি" উৎপাদন ও বিক্রির অভিযোগে দোষী প্রমাণিত হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করে এবং দ্রুত বিএসটিআই সনদ নেওয়ার নির্দেশ দেয়।
[33280]
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ পারভেজ মিয়া প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই ভবিষ্যতেও নিম্নমানের পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।