ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বুড়ি নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে রিয়াদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় শিশুটির মা হাসপাতালে ভর্তি আছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলা সদরের নৌ-ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু রিয়াদ উপজেলার উরখুলিয়া গ্রামের সরকার বাড়ির বাহরাইন প্রবাসী শাহ আলম মিয়ার ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, ১৫ জন যাত্রী নিয়ে নৌ-ঘাট থেকে বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মাঝ নদীতে অতিরিক্ত পণ্য সিমেন্ট, সার, ও রডের ভারে নদীতে ডুবে যায়। নৌকায় থাকা শিশুটির নানা সেলিম মিয়া সহ অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও আটকা পড়েন মা বিউটি আক্তার ও শিশু রিয়াদ।
পরে স্থানীয়রা শিশুটির মাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর আধাঘণ্টা পর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন নৌকাকে টেনে ওপরে তোলার সময় জানালার পাশে শিশুর মরদেহ দেখতে পায়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। বিউটিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা হাসপাতালে পাঠানো হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নৌকাডুবির ঘটনায় আহত বিউটি আক্তার চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় শিশুর মরদেহ আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নৌকাডুবির ঘটনায় একটি শিশু মারা গেছে। অতিরিক্ত মালমাল থাকার কারণে নৌকাটি ঘাট ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায়।
আপনার মতামত লিখুন :