ঢাকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫

পুলিশের গুলিতে পঙ্গু ছাত্রদল নেতার পা প্রতিস্থাপনে সহায়তা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৮:০৩ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে পুলিশের গুলিতে পা হারানো দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসানকে (২৫) বিকল্প পা প্রতিস্থাপনের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল এই সহযোগিতা প্রদান করে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর শেষমোড় জামতলা এলাকাস্থ মেহেদী হাসানের বাসায় গিয়ে এই উপহার সামগ্রী ও আর্থিক সহযোগিতা করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, নতুন জামা-কাপড়, জুতা এবং নগদ অর্থ।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ ফরহান, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আবু দাঈদ রায়হান, যুবদল নেতা নজরুল ইসলাম রিপন, মঞ্জুরুল হক, সুমন, মহিউদ্দিন, মনসুর, অপু, অনিক, রাশেদ, আনন্দ মোহন কলেজ ছাত্রদল নেতা জামান মিয়া বিজয়, ইমন প্রমূখ।

[33292]   

ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ ফরহান বলেন, বিগত ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর বিএনপির আন্দোলনে পুলিশের গুলিতে পা হারান ছাত্রদল নেতা মেহেদী হাসান। পরবর্তীতে তার বিকল্প পা প্রতিস্থান করা হলেও সম্প্রতি ওই পা আবার নষ্ট হয়ে যায়। এই অবস্থায় সার্জারির মাধ্যমে নতুন পা প্রতিস্থাপনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে আর্থিক সহযোগিতা করা হয়েছে।