এ যেন ভুতের ইজিবাইক, প্রাণ গেল শিশুর

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৮:৩২ পিএম

এ যেন ভুতের ইজিবাইক, প্রাণ গেল শিশুর

ছবি: রূপালী বাংলাদেশ

শহরের গলিতে দাঁড়ানো ছিল ইজিবাইক। কিন্তু চালক বা যাত্রী কেউই ছিলেন না। আকস্মিকভাবে ইজিবাইক চালু হয়ে দুই শিশুকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হয় দেড় বছর বয়সী হুমায়রা। গুরুতর আহত এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের মালতীনগর হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়রা এবং তার ভাই আহত আব্দুল্লাহ (৫) মালতীনগর শান্তিবাগ এলাকার সুলতান মাহমুদ দম্পতির সন্তান। দুই ভাই বোন খেলাধুলা করার সময় দুর্ঘটনার কবলে পড়ে। 

জানা গেছে, গুরুতর আহত আব্দুল্লাহকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। 

বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আমিনুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, হুমায়রা ও আব্দুল্লাহ খেলা করার সময় পাশেই চালক-যাত্রী বিহীন একটি ইজিবাইক দাঁড়ানো ছিল। হঠাৎই ইজিবাইক চালু হয়ে দুই ভাই বোনের উপরে উঠে যায়। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 


 

আরবি/জেডআর

Link copied!