ঢাকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫

মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষাভ

ফ্যাসিস্ট শেখ হাসিনার সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৯:৩৭ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা সুযোগের অপেক্ষায় ঘাপটি মেরে আছে মন্তব্য করে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নাছির আহাম্মদ চৌধুরী।

দ্রুত নির্বাচনের দাবী জানিয়ে তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন আয়োজনে গরিমসি করা হচ্ছে। যা দেশের জন্য মঙ্গলজনক নয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালের দিকে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এসব কথা বলেন।

[33312]

ছাত্র জনতার গনঅভ‌্যুত্থা‌নে প‌তিত ফ্যাসিস্ট শেখ হা‌সিনা ভার‌তে ব‌সে সামাজিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবুক লাই‌ভে বাংলা‌দে‌শ ও দে‌শের মানু‌ষের বিরু‌দ্ধে ষড়য‌ন্ত্র এবং দলীয় নেতাকর্মী‌দের বিশৃংলা করার ‌নি‌র্দেশ দেয়ার প্রতিবা‌দে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব ফোরকান ইমামী, মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক নুর মোহাম্মদ রাব্বি,  সদস্য সচিব রানা সহ উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

[33302]

ফ‌্যা‌সিস্ট শেখ হা‌সিনা ভার‌তে ব‌সে দেশ বি‌রোধী ষড়য‌ন্ত্রে লিপ্ত র‌য়ে‌ছে উ‌ল্লেখ করে মাটিরাঙ্গা পৌর বিএন‌পির সভাপ‌তি মো. শাহজালাল কাজ‌ল ব‌লেন,‌ দে‌শের মা‌টি‌তে কোন নৈরাজ‌্যকে সহ‌্য করা হ‌বেনা। দেশ বি‌রোধী ষড়যন্ত্র প্রতিহত কর‌তে ও জন‌নেতা ওয়াদুদ ভুইয়া‌র হাত‌কে শ‌ক্তিশ‌া‌লি কর‌তে সকল‌কে ঐক‌্যবদ্ধ ভা‌বে কাজ কর‌তে নেতা কর্মী‌দের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে কয়েকশ নেতাকর্মীর অংশগ্রহণে  বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দেয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।