ঢাকা শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৯:৫৬ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ফের ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান ক্যাম্পাস প্রদক্ষিণ করে দক্ষিণ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে সেখানে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল হাতুড়ি, শাবলসহ বিভিন্ন যন্ত্র দিয়ে ভাঙা হয়।

এর আগে গত ৫ আগস্টও ওই ম্যুরালটি ভাঙচুর করা হয়। এরপর থেকে একটি মানচিত্র দিয়ে ওই ম্যুরালটি ঢেকে রাখা হয়েছিল।

[33317]

জানা গেছে, আওয়ামী দোসরদের বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের  একটি বিক্ষোভ মিছিল বের হয়।  বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল কলেজ প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল থেকে ব্যানার সরিয়ে এটিতে ভাঙচুর চালানো হয়। 

এ সময় মুজিববাদের ঠাঁয় নাইসহ বিভিন্ন ধরণের স্লোগান দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় মুজিববাদী কোনো স্থাপনার ঠাঁয় হবে না। যত জায়গায় এসব ম্যুরাল রয়েছে পর্যায়ক্রমে সব ভেঙে ফেলা হবে। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আছি, থাকবো।