মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পুরান বাজারে অবস্থিত ৩ তলা বিশিষ্ট কার্যালয়টি ভাঙচুর করা হয়।
এ সময় ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করেন এবং আওয়ামী লীগের কার্যালয়, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ ও মাদারীপুর ডায়াবেটিস হাসপাতালে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের পুরান বাজার এলাকায় ছাত্র-জনতা একত্রিত হয়ে মিছিল বের করে। এরপর বিক্ষুব্ধ জনতা মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়।
বিক্ষুব্দদের দাবি, এটি স্বৈরশাসনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি। তারা আবারও নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। আবারও তারা স্বৈরশাসন প্রতিষ্ঠা করতে চায়।
এ সময় মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :