ঢাকা শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫

ঠাকুরগাঁওয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৮:২৯ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁও জেলা পরিষদ ডাকবাংলা চত্বর, আর্টগ্যালারী এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং অপরাজয় একাত্তর সংলগ্ন এলাকায় শেখ ফজলুল হক মনির ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধায় অস্থায়ী সেনা ক্যাম্প সংলগ্ন বিল্ডিং জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরালটির বেশ কিছু অংশ ছাত্র-জনতা ভেঙে বিকৃত করে দেয় । তবে ম্যুরালের মূল অবকাঠামো আগের মতই রয়েছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-জনতা হাতুড়ি, লোহার রড, জাতীয় পতাকা হাতে নিয়ে জড়ো হয়। এরপর বড় মাঠের পাশেই অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলোয় ম্যুরাল ভাঙচুর করার জন্য প্রবেশ করতে গেলে সেনাবাহিনী সদস্যা তাদের বাধা দেয়। এতে সেনাবাহিনী ও বিক্ষুব্ধ ছাত্র-জনতার মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে জনতার তোপের মুখে সেনাবাহিনী তিনজন করে ডাকবাংলোয় প্রবেশের অনুমতি দেয়। এ সময় তারা একে একে ভেতরে ঢুকে শেখ মুজিবর রহমানের  ম্যুরাল ভাঙচুর করে ।

[33325]

এরপর সন্ধা সাড়ে ৭টার দিকে ছাত্র-জনতা উল্লাস প্রকাশ করে পরবর্তী টার্গেট টাঙ্গন ব্রিজ আর্টগ্যালারী এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স বিল্ডিং এর গায়ে শেখ মুজিবর রহমানের  ম্যুরাল হাতুড়ি দিয়ে ভাঙচুর করে। এরপাশেই ব্রিজের পাশে যুবলীগের প্রয়াত চেয়ারম্যান  শেখ ফজলুল হক মনি চত্বরটিও ভেঙে গুঁড়িয়ে দেয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে মশাল মিছিল নিয়ে সদর উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স চত্বরের শেখ মজিবর রহমানের ম্যুরালটি ভেঙে দেয়।

আওয়ামী লীগের ঢাকাস্থ ধানমন্ডির ৩২ বাড়ি ভাঙচুরের পর ঠাকুরগাঁওয়ে শেখ মুজিবের ম্যুরালসহ আ.লীগ নেতাদের সকল ম্যুরাল ভাঙচুরের দাবি করে ছাত্র-জনতা।