চুয়াডাঙ্গায় একদিনেই তাপমাত্রা নামল ৫.১ ডিগ্রি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৮:৪০ এএম

চুয়াডাঙ্গায় একদিনেই তাপমাত্রা নামল ৫.১ ডিগ্রি

ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরে তাপমাত্রার ওঠানামা দেখা যাচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায়। হঠাৎ এই আবহাওয়ার পরিবর্তন শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। ফলে বিপাকে পড়ছেন এলাকার খেটে খাওয়া মানুষজন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গায় ১০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এর আগে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আর এতে করে এক দিনেই ৫.১ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে।

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা আরও কমতে পারে। এরপর আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে শৈত্যপ্রবাহের কোনো অফিসিয়াল ঘোষণা এখনও হয়নি ঢাকা অফিস থেকে।

আরবি/এফআই

Link copied!