আওয়ামী লীগ কার্যালয়কে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ ঘোষণা

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৮:৪০ এএম

আওয়ামী লীগ কার্যালয়কে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ ঘোষণা

ছবি- রূপালী বাংলাদেশ

শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয়কে ‘৩৬ জুলাই স্মৃতি জাদুঘর’ হিসেবে ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান পার্বত্য জেলা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্ররা বান্দরবান বাজারের প্রধান সড়কের পাশে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে জুলাই স্মৃতি জাদুঘর এর ব্যানার লাগিয়ে দেয়। পরে ভেতরে প্রবেশ করে ঘুরে দেখে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে স্মৃতি জাদুঘর হিসেবে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নেয় বৈষম্যবিরোধী ছাত্ররা।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ ইকবাল হাবীব আল মাহমুদ, মেসবাহ উদ্দীন, খালিদ বিন নজরুল, তৌহিদুল ইসলামসহ বিভিন্ন স্তরের ছাত্ররা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলার সমন্বয়ক আসিফ ইকবাল বলেন, ‘খুনি হাসিনার বক্তব্যের প্রতিবাদে দেশব্যাপী বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আমরা বান্দরবানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দলীয় কার্যালয়কে জুলাই স্মৃতি জাদুঘর করার উদ্যোগ নিয়েছি। এখানে জুলাই বিপ্লবের স্মৃতি এবং বান্দরবান আওয়ামী লীগের দোসরদের ছবি ও তাদের কর্মকাণ্ড লিপিবদ্ধ করে রাখা হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জেলা আওয়ামী লীগ কার্যালয়টি আগুন দিয়ে পুড়িয়ে দেয় ছাত্র-জনতা। তখন থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল।

আরবি/এসআর

Link copied!