নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারের বাড়ির সামনের অংশ বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে বাড়িটির ভেতরে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় অবস্থিত বাড়িটি প্রায় আধা ঘণ্টা ধরে ভাঙচুর করা হয়।
এ সময় অনেককে উল্লাস করতেও দেখা যায়। এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসে হাজার হাজার মানুষ। পুরো এলাকায় ছাত্র-জনতার তিল ধারণের ঠাঁই ছিল না।
এর আগে বিকেল ৪টার দিকে শহরের সরিষা হাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙতে বুলডোজারের অপেক্ষায় ছিল হাজারো মানুষ। এক ঘণ্টা ধরে ভাঙা হয় দলীয় কার্যালয় ও পার্শ্ববর্তী নওগাঁ সদর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিলের বাসভবন।
এ সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ‘গণশৌচাগার’লেখা একটি ব্যানার টানিয়ে দেয় ছাত্র-জনতা।
আপনার মতামত লিখুন :