নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারের বাড়ির সামনের অংশ বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে বাড়িটির ভেতরে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় শহরের পোস্ট অফিস পাড়া এলাকায় অবস্থিত বাড়িটি প্রায় আধা ঘণ্টা ধরে ভাঙচুর করা হয়।
এ সময় অনেককে উল্লাস করতেও দেখা যায়। এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসে হাজার হাজার মানুষ। পুরো এলাকায় ছাত্র-জনতার তিল ধারণের ঠাঁই ছিল না।
[33349]
এর আগে বিকেল ৪টার দিকে শহরের সরিষা হাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙতে বুলডোজারের অপেক্ষায় ছিল হাজারো মানুষ। এক ঘণ্টা ধরে ভাঙা হয় দলীয় কার্যালয় ও পার্শ্ববর্তী নওগাঁ সদর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিলের বাসভবন।
এ সময় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ‘গণশৌচাগার’লেখা একটি ব্যানার টানিয়ে দেয় ছাত্র-জনতা।