ঘিওরে টপ সয়েল কাটার অপরাধে জরিমানা

সোহেল রানা খন্দকার, ঘিওর

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০২:৫৪ পিএম

ঘিওরে টপ সয়েল কাটার অপরাধে জরিমানা

ছবি: রূপালী বাংলাদেশ

তিন সেন্টিমিটার টপ সয়েল তৈরি হতে সময় লাগে হাজার বছর । তাই টপ সয়েলের গুরুত্ব অপরিসীম। কিছু অসাধু লোক টপ সয়েল কেটে নেওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক ও কৃষকের জমি। মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল নামক স্থানে টপ সয়েল কেটে ক্ষতি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে আমিন নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঘিওর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরীন এ অভিযান পরিচালনা করেন ।

কৃষি জমির উপরের স্তর কর্তনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ০৪ এবং ১৫(১) ধারা মোতাবেক ০১(এক) জনকে এক লাখ টাকা জরিমানা করা হয় ।

এছাড়া টপসয়েল কর্তন প্রতিরোধে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে স্থানীয়দের মাঝে মতবিনিময় করেন । 

দৈনিক রূপালী বাংলাদেশকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানিয়েছেন জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে ।
 

আরবি/জেডআর

Link copied!