আগামী নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের গণ অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী রনি দলীয় নেতাকর্মীদের নিয়ে গণ সংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
"জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার পশ্চিমপাড়, হাসপাতাল রোড, ঘাঘর বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন কাজী রনি।
এ সময় যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিনের সাংগঠনিক সম্পাদক শেখ মো: মুনায়েম, গণ অধিকারের কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক জালাল দাড়িয়া, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহিবুল্লাহ দাড়িয়া তুহিন, সাধারণ সম্পাদক বায়জিদ হাওলাদার, যুব অধিকার পরিষদের নেতা নিয়ামুল হক নয়ন, রিফাত মুন্সী, বায়জিত হাওলাদার উপস্থিত ছিলেন।
কাজী রনি বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ভাইয়ের দক্ষ নেতৃত্ব ও ইস্পাত কঠিন মনোবলে গড়া বাংলাদেশ গণ অধিকার পরিষদে যোগ দিয়ে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।আমরা এই কার্যক্রম উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড হয়ে গ্রামের অলি গলিতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
আগামী সংসদ নির্বাচনে আমি গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গীপাড়া) আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচনে অংশ নিতে চাই।
আপনার মতামত লিখুন :