নিখোঁজের ৮ ঘণ্টা পর ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ২

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৩:২৫ পিএম

নিখোঁজের ৮ ঘণ্টা পর ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ২

ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে নিখোঁজের ৮ ঘণ্টা পর মিজান গাজী (২০) নামে এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কাদিরপুর ইউনিয়নের মানিকপুর মোড় সংলগ্ন একটি ইটভাটার পাশের ভুট্টা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে পুলিশ।

নিহত মিজান শিবচর পৌরসভার গুয়াতলা বাহেরচর এলাকার বাসিন্দা লাভলু গাজীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মিজান ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। শুক্রবার সকালে ওই এলাকার ইটভাটার পাশের ভুট্টা ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মিজান যাত্রী নিয়ে কাঁঠালবাড়ীর উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সকালে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

মিজানের মা মলিনা বেগম বলেন, ‍‍`আমার ছেলেটা ভ্যান চালায়। সন্ধ্যার পর যাত্রী নিয়ে কাঁঠালবাড়ী যাওয়ার কথা বলে বের হয়। তারপর আর ফিরে আসেনি।‍‍`

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ পিপিএম বলেন, ‍‍`খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।‍‍`

পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করেছে। তবে হত্যার পেছনের কারণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

আরবি/জেডআর

Link copied!