রাজশাহীর পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-পুঠিয়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইবনে শায়েক রহমান ও সহ-সম্পাদক সিহাব ইবনে সেলিম স্মরণ।
বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর সদরের স্টেডিয়াম পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা স্থানীয় সেলিম ইবনে টিপু হকের ছেলে।
[33398]
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, গ্রেপ্তারকৃত দুই ভাই নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া, তারা দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।