সাতক্ষীরার শ্যামনগর এলাকায় ট্রাকের ধাক্কায় ৫৫ বছর বয়সী হযরত আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে নকিপুর প্রাইমারী স্কুল সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী একই এলাকার মৃত সুরমান গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল ১০টার দিকে হযরত আলী বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে নকিপুর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলামের বাড়ির সামনে তার সঙ্গে শ্যামনগরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[33401]
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর মোল্যা জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ হস্তান্তর করা হয়েছে।