ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বেতুয়া খালের ওপর নির্মিত কাঠের ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ২০২২ সালে স্থানীয় জনগণের সহায়তায় নির্মিত এই ব্রিজটি বর্তমানে ক্ষতিগ্রস্ত এবং এর কাঠের তক্তা ভেঙে গেছে। প্রতি দিন হাজার হাজার মানুষ, নারী-পুরুষ, শিশু, এবং শিক্ষার্থীরা এই নড়বড়ে ব্রিজটি ব্যবহার করে যাতায়াত করছে। বিশেষত বর্ষা মৌসুমে ব্রিজটি আরও বিপজ্জনক হয়ে ওঠে।
[33403]
এলাকাবাসীর দাবি, দ্রুত নতুন একটি পাকা ব্রিজ নির্মাণ করা হোক।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই ব্রিজটি তাদের একমাত্র যাতায়াতের পথ, যা পাকা করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে। শম্ভুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাফিজ উদ্দিনও একই দাবি করেছেন।
এলজিইডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বিল্লাল হোসেন জানিয়েছেন, তিনি বিষয়টি খতিয়ে দেখবেন এবং প্রকল্প প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন।