লাকসামে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৬:৪১ পিএম

লাকসামে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

ছবি: রূপালী বাংলাদেশ

তারুণ্যের উৎসব উপলক্ষে কুমিল্লার লাকসামে মিনি ম্যারাথনের আয়োজন করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় উপজেলা চত্বর থেকে মিনি ম্যারাথন শুরু হয়ে লাকসাম বাজার, থানা রোডসহ বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

৫ কিলোমিটারের উৎসবমুখর ওই মিনি ম্যারাথনে অংশ নেন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, ব‍্যবসায়ী, বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিক্ষার্থীরা। প্রতিযোগিতা চলাকালে তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পুরো রাস্তা জুড়ে প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক, মেডিক্যাল টিম ও থানা পুলিশসহ লাকসাম সিটি রানার গ্রুপের নেতৃবৃন্দ।

উপজেলা প্রশাসনের আয়োজনে ওই ম্যারাথনের শুভ উদ্বোধন এবং ম‍্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, উপজেলা কৃষি অফিসার মো. আল আমিন, লাকসাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, স্কাউট সদস্য ও শিক্ষকগণ।

ম্যারাথনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী বিজয়ীদের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পুরষ্কার তুলে দেয়া হয়।

উৎসবমুখর এ আয়োজনে সন্তোষ প্রকাশ করে ইউএনও কাউছার হামিদ বলেন, মিনি ম্যারাথনের উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে সুস্থ শরীরচর্চার প্রতি আগ্রহী করে তোলা এবং তারুণ্যের শক্তি ও উদ্যম বৃদ্ধি করা। শরীরচর্চার মাধ‍্যমে নিজেকে সুস্থ রাখতে এ ধরণের ম‍্যারাথনসহ বিভিন্ন খেলাধুলা অপরিসীম।

আরবি/জেডআর

Link copied!