সুজাতপুর কলেজের সভাপতি আক্তার হোসেন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৬:৪২ পিএম

সুজাতপুর কলেজের সভাপতি আক্তার হোসেন

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুজাতপুর কলেজের এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন করে নতুন এডহক কমিটি ঘোষণা করা হয়েছে।  নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে আক্তার হোসেনকে মনোনয়ন করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যন্সেলর এর অনুমতিক্রমে কলেজ পরিদর্শক মো: আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত  চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুজাতপুর কলেজের এডহক কমিটির সভাপতি  বর্তমান সভাপতি প্রফেসর ড. এম মেজবাহ উদ্দিন সরকার এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে সভাপতি হিসেবে মোঃ আক্তার হোসেন এবং বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক জেবা ফারহানা-এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে  মোঃ আফজাল হোসেন-কে মনোনয়ন দেয়া হলো।

উল্লেখ্য, এ এডহক কমিটির মেয়াদ ২০২৫ সালের ২রা মে পর্যন্ত বলবত থাকবে। এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭ নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভাইস চ্যান্সেলর এ মনোনয়ন যে কোন সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করতে পারবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ থাকে এর পূর্বে গত ৩ রা নভেম্বর ২০২৪ ইং তারিখে সাবেক এডহক কমিটির ঘোষণা হয়েছিল।

আরবি/এসবি

Link copied!