ঢাকা শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫

পাবনায় বিএনপি নেতার উপর হামলা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৭:০৫ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীর পাকশীতে এক বিএনপি নেতার উপর অর্তর্কিত হামলার অভিযোগ উঠেছে । শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সারে ১২টার দিকে পাকশীর রুপপুর বিবিসি বাজারের পাশে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরদী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত আরিফুল ইসলাম আরিফ (৩৫) ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পাকশী নতুন রুপপুরের বিএনপির নেতা মো. আশরাফ উদ্দিনের পত্র।

[33425]

আহতের পিতা আশরাফ আলী অভিযোগ করে বলেন, মোটরসাইকেল নিয়ে আসার পথে রুপপুর বিবিসি বাজার এর কাছে গতিরোধ করে মারধর করে দূর্বৃত্তরা। তবে কি কারণে মারধর করেছে সেটা তার জানা নাই। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানান তিনি।

রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার জানান, হামলার খবর পেয়েছি, তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।