ঢাকা শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫

বিএনপি অফিসে হামলা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৮:০২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলায় বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা নাশকতা মামলায় নসরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আউয়াল শেখ (৪৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে সাওইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল আউয়াল শেখ উপজেলার সাওইল গ্রামের মৃত ওছমান গনি শেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলা দায়ের করেন।

[33434]

মামলায় সাবেক এমপি সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুসহ ১২৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আব্দুল আউয়াল শেখকে আদালতে পাঠানো হয়েছে।