ঢাকা শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫

ঝগড়া থামাতে গিয়ে কৃষকের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৮:২১ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে ঝগড়া থামাতে গিয়ে আব্দুল আজিজ ওরফে সোনা সরদার (৬০) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পূর্বপাড়া গ্রামে আব্দুল করিম এর আবাদি জমিতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ওসমান গণি’র ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত অনি মন্ডলের ছেলে আব্দুল করিম এর সাথে একই গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে আব্দুস সালাম এর মাঝে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বিরোধপূর্ন জমিতে হাল চাষ করতে গেলে দু পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ঝগড়া বাধে। এ ঝগড়া থামাতে গিয়ে স্থানীয় আব্দুল আজিজ মাতব্বর ওরফে সোনা সরদার কোদালের উপর পড়ে নাকে ও কপালে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। পরে সোনা সর্দারের ভাতিজা নাদির পারভেজ তাকে চিকিৎসার জন্য সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[33428]

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।