জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়াকে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জগন্নাথপুর ডাকবাংলো রোডস্থ পার্টির অস্থায়ী কার্যালয়ে পৌরসভার ৫ ও ৬ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি প্রবীণ মুরব্বি মো. ছোরাব উল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া।
[33440]
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. দিলু মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক এরশাদ মিয়া, উপজেলা জাতীয় পার্টির নেতা ও মীরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. দুদু মিয়া, উপজেলা জাতীয় পার্টির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. আব্দুল কাহার, উপজেলা সমাজসেবা বিষয়ক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. আব্দুস শহীদ।
সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন জগন্নাথপুর ৬ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আকলিছ আলী। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন উপজেলা জাতীয় যুব সংহতির নেতা মো. সফাত আলী। এছাড়াও বক্তব্য দেন জাতীয় পার্টির নেতা মো. আব্দুর রহমান, মানিক মিয়া, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি মো. মুক্তার আলী, সুহেল মিয়া, আলিফ মিয়া, মো. চাঁন মিয়া, জাবেদ আহমদ, নজরুল ইসলাম, জাবের মিয়াসহ অনেকে।
সংবর্ধিত অতিথি জহিরুল ইসলাম লাল মিয়া তার বক্তব্যে বলেন, "জনগণের আস্থা ও ভালোবাসার নাম জাতীয় পার্টি। পল্লীবন্ধু এরশাদের শাসনামলে মানুষ শান্তিতে ছিল বলেই সেই স্বর্ণযুগে আবারও ফিরে যেতে চায়।" তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরে সকল প্রতিকূলতা কাটিয়ে দেশ ও জনগণের কল্যাণে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।
[33438]
অনুষ্ঠান শেষে উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে সংবর্ধিত অতিথি জহিরুল ইসলাম লাল মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নেতাকর্মীরা জাতীয় পার্টির চেয়ারম্যান, মহাসচিব, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মনির উদ্দিন মনির ও সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেলসহ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।