সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মণিপুরিদের ঐতিহ্যবাহী নিংতম কাং টুর্ণামেন্টের উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৯:২১ পিএম

মণিপুরিদের ঐতিহ্যবাহী নিংতম কাং টুর্ণামেন্টের উদ্বোধন

ছবি: রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি কাং ফেডারেশনের উদ্যোগে নিংতম কাং টুর্ণামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে আদমপুর ইউনিয়নের নয়াপত্তনস্থ কাংশং এ বাংলাদেশ মণিপুরি কাং ফেডারেশন আয়োজিত নিংতম কাং টুর্ণামেন্ট ২০২৫ উদ্বোধন করেন বাংলাদেশ মণিপুরি কাং ফেডারেশনের উপদেষ্টা রাধামোহন সিংহ।

কাং ফেডারেশনের সভাপতি ইবুংহাল সিংহ শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাং ফেডারেশনের প্রাক্তন সভাপতি কে মনিন্দ্র সিংহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরি কাং ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক হিরণ্ময় সিংহ, মণিপুরি কাং ফেডারেশনের সাধারণ সম্পাদক নারেংবম সমরজিত সিংহ, সদস্য নোংমাইথেম অশোক প্রমূখ।

উল্লেখ্য, কাং খেলা মণিপুরিদের ঐতিহ্যবাহী এক ধরনের অভ্যন্তরীন খেলা। দ্বাদশ শতাব্দীতে মহারাজ লোইতোংবা’র শাসনামলে কাং খেলা উদ্ভাবিত হয়। এই খেলার জন্য বড় এক মন্ডপ ঘরের প্রয়োজন হয়। সেখানে নির্ধারিত মাপে কোর্ট কেটে দুই পক্ষের মধ্যে খেলা হয়। ফাইবার নির্মিত নির্দিষ্ট মাপের কালো রঙের ‘কাং’ নিয়ে খেলা হয়। প্রতিদলে সাতজন করে খেলোয়াড় থাকেন। প্রথমে দাঁড়িয়ে ‘চেকফৈ’ মারতে হয়। অপর প্রান্তে বসানো নির্ধারিত টার্গেট দুইবার স্পর্শ করতে পারলে বসে ‘লমথা’ মারার যোগ্যতা অর্জিত হয়। লমথা যথানিয়মে টার্গেট স্পর্শ করতে পারলে একটি পয়েন্ট অর্জন করে। এক পক্ষ পয়েন্ট অর্জনে ব্যর্থ হলে অপর পক্ষ খেলার সুযোগ পায়। এভাবে খেলা এগিয়ে চলে এবং নির্ধারিত সময়ের শেষে যে দলের পয়েন্ট বেশি হবে, তারাই বিজয়ী হয়।

উদ্বোধনী খেলায় কোনাগাঁও উজাও লাইরেম্বী কাংখুৎ ৭-৫ পয়েন্টে হামোমখুল মহাদেব কাংখুৎকে পরাজিত করে। এবারের নিংতম কাং টুর্র্ণামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করছে।

আরবি/জেডআর

Link copied!