শ্যালকের জানাজা নামাজে দাড়ানো অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভগ্নিপতি মোঃ ফরিদ আকন (৬৫)। ঘটনাটি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের মাইঠা চৌমুহনী এলাকায়।
জানা গেছে, এম বালিয়াতলী ইউনিয়নের মাইঠা চৌমুহনী এলাকার শ্যালক আমির আলী আজ ৭ ফেব্রুয়ারী দুপুরে মারা যায়। আজ এশার নামাজ পর রাত সোয়া আটটার সময় মৃত আমির আলীর জানাজা নামাজে অংশগ্রহণের করেন ফরিদ আকন। ইমাম সাহেব নামাজের একামত দিবেন ঠিক তখন ফরিদ আকন তার পাশে দাড়ানো মতিয়ার রহমান নামক একজনকে বলে ওঠে আমাকে ধর। পরে তাকে ধরে ঘরের ভিতর নিয়ে যাওয়ার পরই তার মৃত্যু হয়।
[33448]
মৃত ফরিদ আকন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন এবং মাইঠা চৌমুহনী এলাকার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। তার আকষ্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বরগুনা জেলা ও সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।