ঢাকা শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫

পিরোজপুরে ৩ আসনের জামায়াতের প্রার্থী, ২ আসনেই সাঈদীর ছেলে

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৯:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার তিন টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। তিন আসনের মধ্যে দুই আসনে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পিরোজপুরের ভান্ডারিয়া ইসলামি ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজেম হোসাইন হেলাল।

[33448]

প্রার্থীরা হলেন- পিরোজপুর-১ (পিরোজপুর সদর, ইন্দুরকানি ও নাজিরপুর) আসন থেকে সাবেক সংসদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে আল্লামা মাসুদ সাঈদী পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়ার) থেকে মনোনীত হয়েছেন সাঈদীর মেজ ছেলে আল্লামা শামীম সাঈদী পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মনোনীত হয়েছেন সংগঠনটির মঠবাড়িয়া উপজেলা আমীর অধ্যাপক শরীফ আব্দুল জলিল।

[33450]

সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামির আমীর অধ্যক্ষ তফাজ্জেল হোসাঈন ফরিদ ও সঞ্চালনা করেন জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।

এদিকে তিনটি আসনে প্রার্থী ঘোষণার পর থেকে তৃণমূলের দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে অভিনন্দন জানানো হচ্ছে।