ঢাকার অদূরে সাভারে কামাল হোসেন নামের এক ব্যক্তির ক্রয়কৃত ৭ শতাংশ কৃষিজমিতে বালু ভরাট করেছে সন্ত্রাসীরা। এ সময় ভুক্তভোগী বালু ফেলতে বাধা দেওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সাভার মডেল থানায় জীবনের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগী।
গত বুধবার সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
অভিযোগ সূত্রে জানা যায়, কামাল হোসেন নামের এক ব্যক্তি সাভারের বিলামালিয়া মৌজায় ৭ শতাংশ কৃষিজমি ক্রয় করে। পরে সেই জমিতে হাফ বাউন্ডারি করে কৃষিকাজে জমিটি ব্যবহার করে। কিন্তু গত ১ ফেব্রুয়ারি দুপুরে অভিযুক্ত নুরুজ্জামানের বাহিনীরা ওই ৭ শতাংশ জমিতে জোরপূর্বক বালু ফেলা শুরু করে।
জমির মালিক কামাল হোসেন বলেন, ‘৭ শতাংশ জমি আমি ক্রয় সূত্রে মালিক। কিন্তু পাশের জমির লোকেরা বালু ফেলে আমাদের জমি দখল নিতে চায়। তখন আমি বাধা দিলে সন্ত্রাসী নুরুজ্জামান ও তার বাহিনীর লোকজন উত্তেজিত হয়ে আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে আমি সাভার মডেল থানায় বিষয়টি অবহিত করি।’
অভিযুক্ত নুরুজ্জামান বলেন, ‘আমাদের এখানে অনেক সম্পত্তি। সেখানে আমরা নিজেদের জমিতে বালু ফেলছি। যিনি জমি দাবি করছে, তার জমি অন্য দাগে।’
সাভার মডেল থানার এএসআই রশিদ বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে দুই পক্ষকেই ডাকা হয়েছে। তাদের কাগজপত্র দেখে প্রকৃত সত্য জানা যাবে।
আপনার মতামত লিখুন :