নোয়াখালীর চাটখিলের প্রত্যন্ত এলাকায় কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী মাটি ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছেন। এতে কৃষি জমির কৃষি জমির পরিমাণ কম ও উর্বরতা কমে যাচ্ছে।
উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত জোরালো অভিযান পরিচালনা করলেও অবৈধ মাটি কাটা বন্ধ করতে পারছে না।
জানা গেছে, একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত চাটখিলে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন ২৫ থেকে ৩০ জন পেশাদার মাটি ব্যবসায়ী। তারা বিভিন্নভাবে প্রভাবশালী, এতে তাদেরকে কোনভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, ভ্রাম্যমাণ আদালত দিনের বেলায় পরিচালিত হলেও দিনে এই কাজ বন্ধ রেখে রাতে থাকেন তারা।
বৈকন্ঠপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মাটির ব্যবসায়ীকে না পেয়ে জমির মালিক এই গ্রামের মৃত নুর নবীর ছেলে মাসুদ আলী (৪০) কে ১ লাখ টাকা জরিমানা এবং দুটি বালু উত্তোলনের ড্রেজার মেশিন অপসারণ করে।
এই গ্রামে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকারী মুনসুর আহমেদ আমিনের ছেলে আব্দুর রব ওরফে লেদু বেপারী, মাটি ব্যবসায়ী খিলপাড়া কদমতলার মহসিন, বৈকন্ঠপুরের শাহাদাত ও ফারুক সারারাত ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন। এই অভিযোগ করেছেন একই গ্রামের আমিন উল্লাহ, মনির হোসেনসহ আরো কয়েকজন।
এ বিষয়ে চাটখিল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর যারা রাতের বেলায় ড্রেজিং মেশিন দিয়ে বালু উত্তোলন করে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :