টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলো ২০ কিশোর

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১১:৩১ এএম

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলো ২০ কিশোর

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়াতে টানা ২ মাস পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ২০ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা মনসুর হযরত বিলাল (রা.) জামে মসজিদ প্রাঙ্গণে ওই কিশোরদের হাতে পুরস্কার তুলে দেয় মসজিদ কমিটির সদস্য ও অতিথিরা। ২০ কিশোরের মধ্যে লটারির মাধ্যমে ৩ জন পেয়েছেন বাইসাইকেল, ২ জন পেয়েছেন  টেবিল ফ্যান। বাকিদের বিভিন্ন উপহার দেওয়া হয়েছে।

শিশু-কিশোরদের মুঠোফোন আসক্তি কমিয়ে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেয় মসজিদের পরিচালনা কমিটি।

আয়োজক কমিটির সদস্য মুহিবুর রহমান জাবেদ জানান, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত টানা ২ মাস নামাজ আদায়ের কর্মসূচি নেওয়া হয়। এতে ২০ জন কিশোর অংশ নেয়। প্রত্যেকেই টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করেছে। তাদের মধ্যে লটারির মাধ্যমে প্রথম তিনজকে সাইকেল পুরস্কার দেওয়া হয়।

আয়োজক কমিটির পৃষ্টপোষক আব্দুল মুহিত বাবলু বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীকে আল্লাহ পুরস্কৃত করবেন। শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এ উদ্যোগ নিয়েছি।

বাইসাইকেল পুরস্কার পাওয়া কিশোর মারোয়ানুর রহমান বলেন, টানা ৬০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় এখন অভ্যস্ত হয়ে গেছি। শুধু পুরস্কার পাওয়ার আশায় নয়, মুসলমান হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। জীবনের বাকি সময় যেন জামাতে নামাজ পড়তে পারি, সবার কাছে দোয়া চাই।

আরবি/এসআর

Link copied!