বান্দরবানে অনুপ্রবেশকালে ৩০ রোহিঙ্গা আটক

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০২:৫৬ পিএম

বান্দরবানে অনুপ্রবেশকালে ৩০ রোহিঙ্গা আটক

ছবি- রূপালী বাংলাদেশ

বান্দরবানের আলীকদম উপজেলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে অন্যত্র যাওয়ার সময় ৩০ জন রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৭ বিজিবি)‍‍`র কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে আটক করে স্থানীয়রা। পরে ভোরে বিজিবির হাতে তুলে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে আলীকদম আমতলী নদীঘাট হয়ে রোহিঙ্গা পাচার করছে বেশ কয়েকটি দালাল চক্র। দালাল চক্র টাকার জন্য শিশ ও নারীসহ ৩০ জন অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে একটি পরিত্যক্ত ঘরে আটক রাখে । খবর পেয়ে রোহিঙ্গাদের উদ্ধার করে  ৫৭ বিজিবির কাছে হস্তান্তর করে স্থানীয়রা।

এইদিকে, এ বিষয়ে ৫৭ বিজিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক রোহিঙ্গাদের ফেরত (পুশ ব্যাক) পাঠানো হবে।

আরবি/এসআর

Link copied!