সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের সদর উপজেলার আহসানমারা এলাকায় যাত্রীবাহি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই যাত্রী নিহত হয়েছে। এছাড়াও সিএনজির চালকসহ মোট ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন । নিহতরা হলেন মোঃ আলী নূর (৩৩) । তিনি সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর ফিরোজ আলীর ছেলে ও একই গ্রামের মৃত গোলাব হোসেনের ছেলে জমির হোসন (৩৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেটের গোয়ালাবাজার উপজেলার ইসবপুর গ্রামে পীর বাড়িতে উরসে গিয়েছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের রতনপুর এবং সাদকপুর গ্রামের কয়েকজন। সেখান থেকে শনিবার সকালে সিএনজি অটোরিকশায় সুনামগঞ্জের গ্রামের বাড়িতে আসছিলেন তারা। পথে আহসানমারা এলাকায় তাদের বহনকারী অটোরিকশার সঙ্গে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুজন নিহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী নূর ও জমির হোসেনকে মৃত ঘোষনা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন-একই গ্রামের আলী আকবর (৩০) আমীর আলী (৪০) ও জনি আহমদ (২২)।
এদিকে দুর্ঘটনার শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। নিহতদের দেখতে হাসপাতালে ভিড় জমিয়েছেন স্বজনরা।
এ ব্যাপারে নিহত জমির হোসেনের ভাই তারিফ আলী বলেন, আমার ভাইসহ এলাকার ৫ জন সিলেট বিশ্বনাথের ইশবপুর সাহেববাড়ি উরস থেকে বাড়ি ফিরছিলেন। আহসানমারা এলাকায় বেপরোয়া বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে সবাই আহত হয়। হাসপাতালে আসার পর আমার ভাই আর আরেক প্রতিবেশী মারা গেছেন। আমরা ঘাতক বাস চালকের ফাঁসি চাই।
এ ব্যাপারে জয়কলস হাইওয়ে পুলিশের ওসি আব্দুর রশীদ সরকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :