নাটোরের নলডাঙ্গায় জামায়াতের আলেম ওলামা সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় নলডাঙ্গা উপজেলার ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের হরিদাখলসী স্কুল মাঠ প্রাঙ্গণে জামায়াতে ইসলামের আয়োজনে আলেম ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা জামায়াতে ইসলামী ৫নং বিপ্রবেলঘডিয়া ইউনিয়নের মাওঃ মোজম্মেলুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের এমপি পদপ্রার্থী, নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা, নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনূস আলী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোঃ ইউনূস আলী বলেন দেশের আলেমসমাজ কোরআন হাদিসের বিষয়ে মসজিদে মসজিদে সবচাইতে বড় ভূমিকা রাখে। চাঁদাবাজ লুণ্ঠন কারীদের কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে। আজ বাংলাদেশের সকল ধর্ম প্রণ ও অমুসলিমেরা জামাতকে ভোট দিতে আগ্রহ। বাংলাদেশ জামাত ইসলাম ন্যায় সমাজ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। ইসলামী রাষ্ট্রের মাধ্যমে কোরআন এর আইন বাস্তবায়ন করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের উৎখাত হয়েছে তারা আমাদের জামাতের নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। তারা এ দেশের লুণ্ঠন করে আজ পালিয়ে বেড়াচ্ছে। তাদের বিচার এ দেশের জনগণ করবে ।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমীর, জামায়াতে ইসলামী নাটোর সদর উপজেলার মাওলানা মীর নূরুন্নবী, আমীর নলডাঙ্গা উপজেলার মোঃ আব্দুর রব মৃধা, নাটোর শহর শাখার সেক্রেটারী অধ্যাপক মোঃ আলী আল মাসুদ মিলন, সেক্রেটারী, জামায়াতে ইসলামী, নলডাঙ্গা উপজেলার ডাঃ মোঃ ফজলুর রহমান, আরো উপস্থিত ছিলেন সভাপতি, ওলামা বিভাগ, জামায়াতে ইসলামী, নলডাঙ্গা উপজেলার মাওঃ আবু নওশাদ নোমানীসহ অনেকে।
সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলার ছাত্র শিবিরের নেতাকর্মীসহ জামায়াতের সকল সদস্য ও নেতাকর্মীরা।
আপনার মতামত লিখুন :