খুলনার পাইকগাছায় ভৈরব ঘাটা জুম্মা মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আলতাফ হোসেন, আর উদ্বোধন করেন ওলামা লীগ নেতা অধ্যক্ষ আব্দুস সাত্তার।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ উদ্বোধনী আয়োজনে উপস্থিত মুসল্লিরা হতবাক হন, কারণ বিতর্কিত ওলামা লীগ নেতার হাত দিয়ে মসজিদ উদ্বোধন করায় অনেকেই অসন্তুষ্ট হন।
স্থানীয়রা জানান, আব্দুস সাত্তার অতীতে ক্ষমতার অপব্যবহার করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি করেছেন, আর এখন তাদের ছায়ায় আশ্রয় নিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন ফোন রিসিভ করেননি। তবে মসজিদ কমিটির এক সদস্য জানান, তারা জানতেন না যে উদ্বোধক ওলামা লীগের নেতা। বিষয়টি নিয়ে মুসল্লিদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :