জয়পুরহাটের আক্কেলপুরে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী নারী বিদেশ গমনের লক্ষ্যে জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রশিক্ষণে ভর্তি হন। ৫ ফেব্রুয়ারি প্রশিক্ষণ শেষে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে অভিযুক্ত রুবেল তাকে নিজের বাড়িতে নিয়ে যান। পরে মারধর করে গভীর রাতে বন্ধুর নলকূপ ঘরে নিয়ে গিয়ে রুবেল, ফারুক ও একরামুল পালাক্রমে তাকে ধর্ষণ করে।
পরদিন সকালে জ্ঞান ফিরলে ওই নারী কষ্টে টিটিসিতে পৌঁছান এবং স্বামীকে ফোন করে ঘটনাটি জানান। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
[33574]
অভিযোগের ভিত্তিতে গৃহবধূর স্বামী আক্কেলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর পুলিশের বিশেষ অভিযানে শনিবার সকালে রুবেল, ফারুক ও একরামুলকে গ্রেপ্তার করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।