মাদারীপুর শহরের তরমুগুরিয়া এলাকার কুমার নদে গোসল করতে নেমে দুই ভাই-বোন ৩ দিন নিখোঁজ থাকার পরে শনিবার (৮ ফেব্রুয়ারি) মরদেহ ভেসে উঠলে
স্থানীয়রা উদ্ধার করে।
নিহতরা হলেন-বরিশাল জেলার গৌরনদী উপজেলার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১২) ও ছেলে মিরাজ মাতুব্বর (৭)। তারা স্থানীয় একটি মাদরাসার
শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও
এক ছেলে নিয়ে সংসার। প্রতিদিনের মত লিটন মাতুব্বর ভাঙ্গারী কেনাবেচার কাজে বাইরে যান। মা কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে গত ৫ ফেব্রয়ারি মাদরাসা থেকে এসেই পাশের কুমার নদে গোসলে যায় ভাই-বোন। দুপুর ১টার দিকে গোসল করতে নেমে দুই ভাইবোন নিখোঁজ হয়।
পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের কোন সন্ধান পায়নি ডুবরি দল। এরপর অভিযান বন্ধ রাখেন তারা। পরে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কুমার নদের থানতলি এলাকায় তাদের মরদেহ ভেসে উঠে। পরে স্থানীয়রা লাশ দুটিকে উদ্ধার করে। পরে পুলিশ এসে স্থানীয়দের সাথে যোগ দেয়।
নিখোঁজদের মা মিনোয়ার বেগম দুই সন্তানের লাশ দেখে বাকরুদ্ধ হয়ে পড়ছে। তবে তার বাবা লিটন মাতুব্বর বলেন, ‘আল্লাহ আমারে এ কোন শাস্তি দিলো। আমি তো কোন অন্যায় কাজ করি না। আমার দুই সন্তান সে কেড়ে নিলো।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ নেই। পরিবার যদি চায় তাহলে লাশের ময়নাতদন্ত করা হবে। না হলে লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।’
আপনার মতামত লিখুন :