ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের নেতৃত্বে আলমগীর-নোমান

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৯:০৪ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার মজলিশে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) জেলা শহরের শোলাকিয়ায় জেলা কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলওয়ার হোসাইন সাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম।

[33621]

প্রধান অতিথি বিগত কমিটি বিলুপ্ত করে ২০২৫–২০২৬ সেশনের নতুন জেলা কমিটি ঘোষণা করেন। কমিটির সভাপতি পদে হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার ও সেক্রেটারি পদে মাওলানা নোমান আহমাদ এর নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্য পদগুলোতে রয়েছেন সিনিয়র সহ সভাপতি মাওলানা কে এম আনিসুজ্জামান, সহ সভাপতি এ বি এম ইমদাদুল্লাহ ও মুহাম্মদ রুকন উদ্দিন।