নাটোরের বাগাতিপাড়ায় বিলুপ্ত প্রায় বিরল প্রজাতির একটি নীলগাই উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া গ্রাম থেকে এই নীলগাই উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে একই ইউনিয়নের চাঁদপুর এলাকার একটি জঙ্গলের মধ্য থেকে নীলগাইটিকে বের হতে দেখে স্থানীয় লোকজন ভিড় জমায়। পরে ওই এলাকার আরো কয়েকজন প্রাণিকে দেখে নীলগাই বলে শনাক্ত করতে সক্ষম হন। এ সময় স্থানীয়রা গাইটিকে আটক করার চেষ্টা করলে সে দৌড় দেয়।
পরে তিন ঘণ্টার প্রচেষ্টায় প্রায় পাঁচ কিলোমিটার দৌড়ে গাইটিকে আটক করতে সক্ষম হয় স্থানীয়রা। এরপরে নীলগাইটিকে স্থানীয় সালাম মেম্বারের বাড়িতে বেঁধে রাখে। খবর পেয়ে বাগাতিপাড়া থানার এসআই দুলাল ও এসআই আমিনুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিরল প্রজাতির নীলগাইটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর আগে এই খবর ছড়িয়ে পড়লে গাইটিকে এক ঝলক দেখতে সেখানে ভিড় জমায় আশপাশের হাজারো মানুষ।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে এদিন সন্ধ্যায় নীলগাইটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তারা রাজশাহী বন বিভাগসহ বন্যপ্রাণি সংরক্ষণ অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছে। রাজশাহী থেকে তারা এলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রাণিটিকে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :