শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

চুয়াডাঙ্গায় ট্রাক্টারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৩:৪৭ পিএম

চুয়াডাঙ্গায় ট্রাক্টারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

ছবি: রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে সড়কের পাশে পার্কিং করে রাখা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালক ও এক আরোহী নিহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পুরাতন বাস্তপুর কামার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ (১৬) ও একই এলাকার সেলিম উদ্দিনের ছেলে সুইট (২৫)।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে নাহিদ ও সুইট মোটরসাইকেলযোগে রঘুনাথপুর থেকে দ্রুতগতিতে বাস্তপুর নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কামার দোকানের সামনে এসে সড়কের পাশে পার্কিং করা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সড়কের পাশে রাখা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। থানায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এই দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সড়কে পার্কিং করা যানবাহনের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

আরবি/জেডআর

Link copied!