পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন সলিমপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এসএম মনোয়ার হোসেন এবং অন্যজন পাকশী ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম।
রোববার ভোরে তাদের গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী থানার পরিদর্শক (ওসি) শহিদুল ইসলাম শহিদ।
মনোয়ার হোসেন উপজেলার চরমিরকামারী গ্রামের এস এম মহির উদ্দিনের ছেলে এবং সিরাজুল ইসলাম পাকশীর চররূপপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।
পুলিশ জানায়, সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে ঈশ্বরদী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজনই বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ছিল। তারা ঈশ্বরদী থানার মামলা নম্বর ১০(৮)২৪ এর আসামি হিসেবে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি শহিদুল ইসলাম।
আপনার মতামত লিখুন :