বগুড়ার দুপচাঁচিয়ায় রাহিম হত্যা মামলায় তালোড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এএইচএম রাশেদুল হক রতন ওরফে বাবু (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে দুপচাঁচিয়া থানার পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি তালোড়া বাজারের গোলাম মোস্তফার ছেলে।
থানা সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট সকালে বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলটি জে. কে. কলেজ থেকে আওয়ামী লীগ পার্টি অফিস অতিক্রম করার সময় ৫০-৬০ জনের একটি দল অতর্কিতভাবে ছাত্র আবু রায়হান রাহিম (২৯)-এর ওপর হামলা চালায়। আন্দোলনকারীরা রাহিমকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও শেরেবাংলা নগর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট সকাল সাড়ে আটটায় রাহিম মৃত্যুবরণ করেন।
এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে নিহত রাহিমের মা রওশন আরা বেগম ১৭ আগস্ট ২০২৪ তারিখে দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নং- ০৬, ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩০২/৩৪ পেনাল কোডের অধীনে সন্দেহভাজন আসামিদের বিরুদ্ধে দায়ের করা হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বাবুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারকৃত আসামিকে বগুড়ার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :